সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ থাকলেও নেই কোন যানযট। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে বঙ্গবন্ধু সেতুতে নির্বিঘ্নে চলছে যানবাহন।
শেষ মুহুর্তে নাড়ির টানে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রিবাহি বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। এবার উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতেই পার হচ্ছেন যানজট আতঙ্কে থাকা সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক।
এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৮শ‘ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনও যানজট বা ধীরগতি নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মহাসড়কে দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে এবং ঈদের সময় এর মাত্রা বেড়ে যায় কয়েকেগুণ।
তিনি আরও বলেন, এছাড়া যানবাহন যেন এলোমেলোভাবে ঢুকে যানজট সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হবে।
আফ/দীপ্ত সংবাদ