সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘোষিত সেই দলেও নাম নেই তাসকিনের। তবে কবে নাগাদ ফিরবেন দলে।
মঙ্গলবার ( ১৮ এপ্রিল) মিরপুর শেরে–ই বাংলায় গণমাধ্যমে মুখোমুখি হয়ে তাসকিনের বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাধারণত এ ধরণের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। ইভেন খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন চার সপ্তাহ সময় লেগে যায়। লজিক্যালি ওর (তাসকিন) স্ট্রেইন গ্রেড ওয়ান।‘
‘ঈদের পর ওর তিন সপ্তাহ সম্পন্ন হবে, এরপর আরো সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই কমেন্টটা করতে পারব তিন সপ্তাহ পর ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।‘
আল/দীপ্ত সংবাদ