সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। আধাসামরিক বাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী।
গত তিনদিন ধরে চলমান এই সংঘর্ষে সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন। সুদানে জাতিসংঘের এক দূত হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
চলমান সংঘাত মূলত সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল–বুরহান ও আরএসএফ কমান্ডার জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে। এক সময়ের মিত্র এই দুই জেনারেল এখন একে অপরের শত্রু।
সুদানে হঠাৎ নতুন করে অস্থিরতায় উদ্বিগ্ন পার্শ্ববর্তীসহ পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জি–৭ দেশগুলোর সঙ্গে বৈঠকের সময় সুদানে যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতি এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
আফ/দীপ্ত সংবাদ