পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র ক‘দিন। চট্টগ্রামের মার্কেটগুলোতে এখন জমজমাট ঈদের বিকি–কিনি। পরিবার পরিজনদের নিয়ে পছন্দের পোশাকটি নিতে মধ্যরাত পর্যন্ত ভিড় করছে ক্রেতারা। তীব্র দাপদাহকে বিবেচনায় নিয়ে কাপড় বাছাইয়ের ক্ষেত্রে সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।
এবারে পোশাকে নামের বাহারে রয়েছে ভিন্নতা, বাচ্চাদের নায়রা, লেহেঙ্গা, সারারা, পেবলন, পার্টি বার্বি ফ্রক। বড়দের নায়রা, গারারা, লেহেঙ্গা, গাউন, সাদাবাহার, বিনসাইদ, লাক্সারী, শিপন, সুলতান, অরগেন্জা, কুটি গাউনসহ নানা নামের পোশাক।
নারী, পুরুষ ও ছোটরা যে যার মত খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাকের পাশাপাশি জুতা কসমেটিক। পছন্দের পোশাক নিতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলোতে ভিড় করছে ক্রেতারা।
ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রং ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি মার্কেটকে সাজানো হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জায়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় বেচা-কেনা অনেকটা ভালো। তবে মিশ্র প্রতিক্রিয়া অনেক বিক্রেতার।
বৈশ্বিক মন্দা ও বিভিন্ন সমস্যার মধ্যেও ঈদ বাজার চলছে জমজমাট। নতুন পোশাকে ঈদ হোক সকলের জন্য আনন্দের বার্তা এমনটাই আশা সকলের।
আফ/দীপ্ত সংবাদ