গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্টিজ কারখানায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধের প্রায় ৪ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) রাত ১টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, রবিবার ইফতারের খাবার খেয়ে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানার ৩ শ্রমিক মারা যায়। আরও ১১ জন শ্রমিক আসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক শ্রমিক ওই হাসপাতালের আইসিওতে ভর্তি রয়েছে।
এদিকে, শ্রমিক নিহতের খবর ওয়ালটন কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সমানে গাড়ির পুরনো টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে রাত ৮ টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে, কালিয়াকৈর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন রাত সাড়ে ১০ টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে সড়িয়ে নিতে ব্যর্থ হয়। পরে রাত ১টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
কারখানার ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. সুজন মিয়া বলেন, আমরা জেনেছি তারা খাবার খেয়ে নয় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার রাত সাড়ে ১০টায় দিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আফ/দীপ্ত সংবাদ