ঢাকা–চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার হাসানপুর রেলস্টেশনে সংগঠিত ট্রেন দুর্ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে সেটা সরকারের কাছে জমা দেয়া হবে ।
আরেকটিতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ওই স্টেশনে আগ থেকে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন সহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ৩০ জন যাত্রী আহত হয় পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কা জনক।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, লাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান।
কুমিল্লা লাকসাম জংশন ও আখউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ চালায়। আড়াই ঘন্টা পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এফএম/দীপ্ত সংবাদ