দেশের উপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপ প্রবাহ চলমান এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে দেশের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গায় এবং দেশের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে।
রবিবার (১৬ এপ্রিল) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৭৭.০% এবং বিকেলের আদ্রতা ১৩.০% ।
ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৩৭মিনিটে এবং ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আফ/দীপ্ত সংবাদ