কুষ্টিয়ায় ২০ দিন বয়সী এক শিশুর মাথার পেছন থেকে আড়াই কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। দুই ঘন্টার চেষ্টায় সফল হন তারা। শিশুটি সুস্থ আছে। মঙ্গলবার (১১ এপ্রিল) শিশুটির অপারেশনে অংশ নেয় ১০ সদস্যের একটি দল। নেতৃত্ব দেন হাসপাতালটির নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান।
কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের ভ্যানচালক বসির ও রেবেকা দম্পতির ঘরে ১৯ মার্চ জন্ম নেয় তাদের তৃতীয় সন্তান। মায়ের গর্ভ থেকেই শিশুটির মাথার পেছনের অংশে টিউমার ছিল। জন্মের পর মেয়ে শিশুটিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ না থাকলেও আর্থিক অবস্থা বিবেচনা করে অস্ত্রোপচার করতে রাজি হন চিকিৎসকরা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান বলেন, এটি প্রথম কুষ্টিয়ায় সরকারি ও বেসরকারি পর্যায়ে টিউমার অপারেশন। আমরা যদি লক্ষ্য করি এসব অপারেশন পুরাতন হাসপাতাল গুলোতে করা হয়। দক্ষ মানুষ কম থাকাতে ও এই সেবাটি দেয়া সম্ভব হয়েছে। আমরা আসা করি এমন ভাবে চেষ্টা অব্যাহত থাকলে আরো অন্যান্য সেবা দেয়া সম্ভব হবে।
জন্মের পর কোনো শিশুর মাথার পেছনের অংশ ফুলে থাকলে, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
যূথী/দীপ্ত সংবাদ