লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচের ২১ মিনিটের মাঝেই ২ গোলে এগিয়ে যায় ম্যানইউ। এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ ম্যাচ হয়।
অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্সেল সাবিৎজারের করা দুই গোল নিয়েই প্রথমার্ধ্ব শেষ করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধ্বেরও অনেকটা সময় দাপটে কাটিয়েছে টেন হাগের শিষ্যরা। কিন্তু ৮৪ মিনিটে, টাইরেল মালাসিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যানইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। জোড়া আত্মঘাতী গোল হজম করে নিজেদের মাঠে ইউনাইটেড ড্র করল ২–২ গোলে।
শক্তি–সামর্থ্যে সেভিয়ার চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকা দল। কিন্তু ইউরোপা লিগ মানেই তো সেভিয়া। প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দল বলে কথা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ বার ইউরোপা লিগের শিরোপা জিতেছে আন্দালুসিয়ান ক্লাবটি।
তাই ইউনাইটেড–সেভিয়া ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট বলা যাচ্ছিল না কাউকেই।
অনু/দীপ্ত সংবাদ