যশোরে চলছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আইডিএলসি পূর্ণতা বৈশাখী মেলা। দিনব্যাপী এ মেলায় ৩০জন নারী উদ্যোক্তা তাদের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় স্থান পাওয়া পণ্যের গুণগত মান ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। সেই সাথে ক্রেতাদের সন্তোষজনক উপস্থিতিতে খুশি উদ্যোক্তারাও।
শুক্রুবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, আইডিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাবেদ নূর।
বাংলা নতুন বছর উদযাপনের অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের পণ্য সবার সামনে তুলে ধরতে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি এ মেলার আয়োজন করেছে। পূর্ণতা বৈশাখী মেলা শিরোনামে দিনব্যাপী মেলায় নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, নকশিকাঁথা, হ্যান্ড ব্যাগ, বিছানার চাদর বালিশ, কুশন কভারসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। এর পর পরই সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয় মেলা। এসময় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলায় স্থান পাওয়া পণ্যের গুণগত মান ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। সেই সাথে ক্রেতাদের সন্তোষজনক উপস্থিতিতে খুশি উদ্যোক্তারাও।
নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৬ থেকে দেশজুড়ে এ ধরণের মেলার আয়োজন করে আসছে আইডিএলসি।
এফএম/দীপ্ত সংবাদ