সোমবার, অক্টোবর ২০, ২০২৫
সোমবার, অক্টোবর ২০, ২০২৫

মাগুরায় বর্ষবরণ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ণিল আয়োজনে বর্ষবরণে মেতেছে উঠেছে মাগুরাবাসী। বাংলা নববর্ষ ১৪৩০ কে বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে মিলিত হয়।

শোভাযাত্রায় সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাছধরা জালসহ বাংলার ঐতিহ্য কে তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে আসাদুজ্জামান মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়।

এছাড়া মাগুরা পৌরসভার আয়োজনে নোমানী ময়দানে তিন দিনব্যাপী লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More