পিরোজপুরে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর বরিশাল ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, কোন শিশু যাতে শিশু শ্রমের সঙ্গে জড়িত না থাকে এজন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি এবং তৃণমূলে শিশু শ্রমের কুফল সম্পর্কে মানুষদের মাঝে অবহিত করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।
এমি/দীপ্ত