গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপনী-বিতানগুলোতে ঈদে পছন্দের নতুন পোষক কিনতে ক্রেতাদের পদচারনায় সরগরম। রেডিমেড পোষাকের দোকানে ক্রেতাদের ভীর থাকলেও ভিন্ন চিত্র টেইলার্সগুলোতে কাঙ্খিত অর্ডার না পাওয়ায় আনেকটা অলস সময় পর করছেন কারিগররা।
১৫ রমজান পার হওয়ার পর থেকে জমে উঠতে শুরু করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঈদ বাজার। তাই দিন যতই ঘনিয়ে আসছে শহরের মার্কেট ও বিপনী-বিতানগুলোতে ক্রেতা সরগম বাড়ছে। ঈদে পছন্দের পোষক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছোটাছুটি করছেন ক্রেতারা। তবে ভিন্ন চিত্র টেইলার্স-এর দোকানগুলোতে। রেডিমেড পোষাকের দোকানে যখন ভীরে ঠাসা তখন কাঙ্খিত অর্ডার না পাওয়ায় অনেকটা অলস সময় পার করছেন টেইলার্স ব্যবসায়ীরা।
এমনিতেই সারাবছর তেমন কোন কাজ না থাকায় নানামুখি সঙ্কটে রয়েছেন বলে জানান টেইলার্স মালিকরা। তাদের আশা আসন্ন ঈদে কাঙ্খিত অর্ডার পাবেন। কিন্ত তা না হওয়ায় হতাশার সুর টেইলাস মালিকদের মুখে।
সারাবছর কাজ না থাকা এবং টেইলার্স ব্যবসার নানা দুরাবস্থার কথা জানালেন দর্জি শ্রমিকরা। এমতাবস্থায় অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন দর্জি শ্রমিকরা।
আল/দীপ্ত সংবাদ