হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে নারীকে বেআইনী শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, স্বদেশ, আসক, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-সাতক্ষীরার উদ্যোগে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে অবৈধ সালিশে এক নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পল্লীতে এলাকার দুর্বৃত্তদের কর্তৃক গৃহবধূ নাসরিন পারভিনের চুল কাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে গৃহবধূ কোহিনুর বেগম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সামবেশ ও মানববব্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা এড. আবুল কালাম আজাদ, অধিকারকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, নারী অধিকারকর্মী মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক, নারী অধিকারকর্মী খুরশিদ জাহান শীলা ও আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার প্রগতিশীল মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবি সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, নারী অধিকারকর্মি ও গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী দলিত স¤প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
এমি/দীপ্ত