তারা হারবে বলে সরাসরি নির্বাচনে আসে না। ঘোমটা পরে নির্বাচনে আসে। ধানের শীষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে। বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
হেরে যাবে বলে বিএনপি নির্বাচনে আসতে চায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি। তারা নির্বাচনে অংশ না নিয়ে বরং বিতর্কের সৃষ্টি করতে চায়।
সিটি নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনাদের ভেতর উকিল আব্দুস সাত্তারের মতো অনেক নেতা আছে। অনেকে নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে। অপেক্ষা করুন দেখতে পাবেন।
আগামী নির্বাচনকে ঘিরে দেশি–বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ অবস্থায় বিএনপিকে বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের ওপর আস্থা রাখতে আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নিজ দলের নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এফএম/দীপ্ত সংবাদ