যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান সহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা ।
সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় পঞ্চগড় সাংবাদিক সমাজের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেরে বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হোসেন রায়হান, বোদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আজহারুল ইসলাম জুয়েলসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে যমুনা টেলিভিশনের রংপুর স্টাফ করসপন্ডেন্ট মাজহারুল মান্নান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ এ আইনে গ্রেপ্তারকৃত সকল সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
অন্যথায়, সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুশিয়ারি দেন বক্তারা। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
আফ/দীপ্ত সংবাদ