ঈদ যত ঘনিয়ে আসছে দর্জির দোকানে ততই ব্যস্ততা বাড়ছে। বরিশাল নগরীও এর ব্যতিক্রম নয়। দর্জিরা রাত দিন গ্রাহকের জামা তৈরিতে ব্যস্ত।
রোজার শুরু থেকেই ব্যস্ত বরিশাল নগরীর দর্জিরা। দম ফেলার যেন সুযোগ নেই তাদের। মনের মতো পোশাক তৈরি করে নিতে বিভিন্ন বয়সীরা ভিড় করছেন এসব দোকানে।
সঠিক মাপ ও পছন্দের ডিজাইনের জন্য দর্জিবাড়ির বিকল্প নেই। গতবারের তুলনায় এবার মজুরি পড়ছে বেশি।
এক ক্রেতা বলেন, ‘রেডিমেট ড্রেস পরলে মনে হয় যে ওটা লুস হয়, আবার ফিটিং করতে হয়। দেখতে ভালো দেখায় না। এজন্য আমরা দর্জি দিয়ে ড্রেস বানানো কমফোরটেবল মনে করি। সবকিছুরই দাম বেশি, এ জন্য মজুরিটা একটু বেড়ে গেছে।’
বরিশাল নগরীতে তিন শতাধিক দর্জি–দোকান রয়েছে। ঈদের আগে ক্রেতাদের চাহিদা মেটাতে রাত দিন কাজ করছেন কারিগররা।
আফ/দীপ্ত সংবাদ