সূর্যের আগুনে পুড়ছে রাজশাহী অঞ্চল। আগুনমুখোর চৈত্রের তাপদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও যেন স্বস্তির দেখা মিলছেনা। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রানিকূলকে।
রাজশাহীতে তাপমাত্রার পারদ কেবল উপরেই উঠছে। এই আগুন ঝরা আবহাওয়ায় পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী। তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে একটু প্রশান্তির আশায় মানুষকে গাছের ছায়ায় কিংবা শীতল কোনো স্থানে বসে বা শুয়ে আছেন। টানা তাপদাহে চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছেনা।
রবিবার (৯ এপ্রিল ) বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়ায়। যা মাঝারি তাপদাহ হিসেবে এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়ায়। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে খেটে-খাওয়া শ্রমজীবি মানুষ।
রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। যা আরও ৮ থেকে ১০ দিন অব্যাহত থাকবে ।
আল/দীপ্ত সংবাদ