এবার বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং‘র দ্বিতীয় আউটলেট চালু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করা হয়।
আরবাজের বক্তব্যের এক পর্যায়ে প্রশ্ন উঠে বঙ্গবাজারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে। এ সময় একজন প্রশ্ন করেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত পোশাক ব্যবসায়ীদের কোনো সহায়তা করবে সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’?
জবাবে আরবাজ খান বলেন, এটা একটা দাতব্য সংস্থা। আমি বিয়িং হিউম্যান প্রতিষ্ঠানের কেবল প্রতিনিধি হিসেবে এসেছি। এর মূল দায়িত্বে রয়েছেন আমার ভাই সালমান খান ও বোন অর্পিতা। প্রতিষ্ঠানের ফান্ডিং বিষয়টি আমার দেখার বিষয় না। এটা সালমানের ব্যাপার। তিনি ব্যক্তিগতভাবেই দাতব্য সংস্থার আয়–ব্যয়ের হিসাবটি দেখেন। এ বিষয়ে আমার শতভাগ ধারণা নেই। তবে আমি ওই পরিবারের একজন। তাই আমি বঙ্গবাজারের বিষয়টি এ দুজনের সঙ্গে আলাপ করতে পারি। তাদের বলতে পারি, বাংলাদেশে একটা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটেছে। অনেক পরিবার এতে অসহায় হয়ে পড়েছেন। এখনই সময় তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। এবং আমি নিশ্চিতভাবেই এ বিষয়ে প্রস্তাব রাখব সেখানে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বনানীতে বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনে এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান। এবার এলেন বড় ভাই আরবাজ খান।
এফএম/দীপ্ত সংবাদ