বরগুনা কলেজ রোড এলাকায় দুই বিল্ডিংয়ের মাঝে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিন দিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীদের রীতিমতো ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। জীবিত উদ্ধার করায় বিড়াল প্রেমীরা বেশ খুশি।
শহরের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে দেখে অনেকেই আতঙ্কিত হয়েছে। তবে তারা আগুন নিভাতে আসেনি, দুটি বিড়ালের ছানা উদ্ধার করতে এসেছে। বরগুনা পৌর শহরের ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে পাশাপাশি দুটি ভবনের মাঝে আটকে পড়ে দুটি বিড়াল ছানা। পরে গতকাল (৮ এপ্রিল ) সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটিয়ার নজরে আসে। এরপর বাড়ির মালিককে জানানো হয়। দুই ভবনের মাঝে মাত্র ৩-৪ ইঞ্চি জায়গা থাকায় বহুবার চেষ্টা করেও ছানা দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে বণ্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবিকে জানানো হয়। তিনি রাতেই উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট করেন। এরপরে ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে তারা দুই ঘন্টা চেষ্টার করে দেয়াল কেটে বাচ্চা দুটিকে বের করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মানুষ হোক আর প্রাণী হোক যে কোন জীবন রক্ষায় ফায়ার সার্ভিস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারের চেষ্টা করে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
বিড়ালের প্রতি মানুষের মমতা যুগ যুগ ধরে বিদ্যমান। এই প্রাণীটির প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই নিজ ঘরে বিড়াল পুষে থাকে অনেকেই। তাই এসব প্রাণীর বিপদে বড় বন্ধু হয়ে ওঠে মানুষ
আল/দীপ্ত সংবাদ