প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঈদ–উল–ফিতর উপলক্ষে চট্টগ্রামের ৮নং শুলোকবহর ও ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সমাজের পিছিয়ে পড়া এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজস্ব উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি–লুঙ্গি বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু। রবিবার (৯ এপ্রিল) সকালে পাঁচলাইশ একটি কমিউনিটি সেন্টার এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
তিনি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা গরিব, দুস্থ ও অসহায়দের সামান্য কিছু উপহার সামগ্রী বিতরণ করেছি।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, শুলোকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, কাউন্সিলর মোর্শেদ আলম।
যূথী/দীপ্ত সংবাদ