বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ অডিও ভাইরাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সিরাজগঞ্জে এক গৃহবধূর সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গন ও জেলাজুড়ে সমালোচনার ঝড় বলইছে।

আওয়ামী লীগ নেতার ৪ মিনিট ১ সেকেন্ডের কুরুচিপূর্ণ অডিও ক্লিপটি স্থানীয় বিভিন্ন ব্যক্তির মোবাইল ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরে পরবর্তীতে এ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, অডিও ক্লিপটি একমাসের আগের হলেও গতকাল শুক্রবার (৭ এপ্রিল) এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

অডিও ক্লিপসে দু’জনের কথোপকথনে শোনা যায়, ওই গৃহবধূ ধর্মীয় সভা শোনার জন্য স্থানীয় জঞ্জালিপাড়ায় ছিলেন। এ সময় আতাউর রহমান লাবু তাকে ফোন দিয়ে ভোর সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তার বাসায় আসার কুপ্রস্তাব দেন। সেইসঙ্গে তার পুত্রবধূকেও আনার কথা বলেন। দুজনকে ৫০০ করে হাজার টাকা দেবেন বলেন ওই আওয়ামী লীগ নেতা এছাড়াও বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কাজকর্মের প্রস্তাব দেওয়া হয় ঐ অডিও ক্লিপসে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘প্রায় একমাস আগে ওই নারী বিষয়টি আমাকে জানিয়েছিলেন। তবে আমি এমন ন্যাক্কারজনক ঘটনার কোনো সমাধান দিতে পারিনি। একজন দায়িত্বশীল নেতার এমন কুরুচিপূর্ণ ফোনালাপ ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে এ রকম অসামাজিক ও অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য সত্যিই দুঃখজনক।’

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More