গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন শিরিরচালা এলাকা থেকে তিন মাস বয়সী এক শিশু অপহরনের ৬ দিন পর জীবিত উদ্ধার করেছে জেলা পুলিশ। এসময় তিন অপহরনকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন , নেত্রকোনার বারহাট্রা থানার বাউশি এলাকার আব্দুল গণী মিয়ার মেয়ে আলপনা উরফে রুবিনা। একই জেলার দুর্ঘাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম ও তার সহযোগি আবুল হাসেমের স্ত্রী ফাতেমা ।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন শিরিরচালা এলাকায় ফিরুজ তার স্ত্রী ও তিন মাসের শিশু ফাতেমাকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকুরী করতেন। গত ২ এপ্রিল প্রতিদিনের মতো মেয়েকে শাশুরির কাছে রেখে স্বামী ও স্ত্রী কর্মস্থলে গেলে একই বাড়ির ভাড়াটিয়া আলপনা (রুবি) সুযোগ বুঝে শিশুটিকে অপহরন করে নিয়ে যায়। পরে শিশুটির পিতা ফিরুজ হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় অপহরন মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর থানাধীন মুলাইদ পশ্চিম পাড়া এলাকার সুবেদ আলীর ভাড়াবাসা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারিদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ