রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই রাজধানীর নিউ মার্কেটের দোকানগুলোতে। অলস সময় পার করছেন শাড়ির দোকানিরা।
এক সময় ঈদের নতুন জামা মানেই ছিল নিউ মার্কেট। পোাশাক প্রেমিদের ঠাসা ভিড়ে ঐতিহ্যবাহী এই মার্কেটটিতে কিছু বছর আগেও পা ফেলাই ছিল মহা ঝক্কির। তবুও এসব মেনে নিয়েই ঈদের নতুন পোাশাক কিনতে নিউমার্কেট যাওয়াই যেন ছিল ঈদ প্রস্তুতির অন্যতম প্রধান অনুষঙ্গ। কিন্তু এবার যেন সেই জৌলুস হারিয়েছে নিউমার্কেট। রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই এখানকার দোকানগুলোতে।
আর্থিক মন্দা আর অনলাইন কেনাকাটায় অভ্যস্ততা বাড়ায়, দোকানে গিয়ে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা এমনটাই মত ব্যবসায়ীদের।
শুধু বড় বিপণীবিতানগুলোই নয়, নিউমার্কেটের ভেতরের ফুটপাথের দোকানগুলোতেও একই অবস্থা। ক্রেতা ও বিক্রি দুটোই কম।
তবে মার্কেটটিতে পাঞ্জাবির বিক্রি তুলনামূলক ভালো। এছাড়া নারী ও শিশুদের পোশাকের চাহিদা ছিল বরাবরের মতই। ক্রেতারা বলছেন দাম তুলনামূলক বেশি।
২০ রমজানের পর ক্রেতা ও বিক্রি দুটোই বাড়বে বলে মত ব্যবসায়ীদের।
আফ/দীপ্ত সংবাদ