চট্টগ্রামের হাটহাজারী থানার ২০০৩ সালের ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল কালাম চৌধুরী নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সাত। শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে নগরীর চাদগাঁও এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম চৌধুরী (৭০) হাটহাজারীর চারিয়া কাজি পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার ট্রিপল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামীকে চাদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০০৩ সালের ২৬ মে চারিয়া কাজীপাড়া এলাকায় জায়গা–জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামের আপন ৩ ভাইকে খুন করে প্রতিবেশীরা। এই ট্রিপল মার্ডার মামলা ২০ জন আসামীর মধ্যে আবুল কালাম চৌধুরী অন্যতম বলেও জানায় র্যাব।
ঘটনার পর থেকে দীর্ঘ ২০ বছর সে পলাতক ছিল।
আফ/দীপ্ত সংবাদ