শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহ, আটক ২৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুন্দরবনের গড়াল নদীর বাওন এলাকায় (অভয়ারণ্য) মধু সংগ্রহ করার সময় চার মাঝি ও ২১ জন মৌয়ালকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বনবিভাগের কর্মকর্তারা এ সময় তাদের কাছ থেকে তিনটি ডিঙি নৌকা ও তিন কেজি মধু জব্দ করে।

আটকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সামছুদ্দিনের ছেলে মিঞারাজ হোসেন, একই গ্রামের আব্দুল হামিদের চেলে শাহ আলম, আনছার গাজীর ছেলে মনিরুল ইসলাম, সুরাত আলী গাজীর ছেলে সবেদ আলী গাজী, তমির গাজীর ছেলে সামাদ গাজী, কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন, সবুরউদ্দিনের ছেলে জুব্বার আলী, তছির আলীর ছেলে আবু জিয়াদ আলী, আব্দুল হাকিমের ছেলে কামরুল ইসলাম, কোরবান আলীর ছেলে আলাউদ্দিন, আজিবর হোসেনের ছেলে হযরত আলী, জোহর আলীর ছেলে আবু হানিফ, মহব্বত শেখের চেলে হযরত আলী শেখ, নেছার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, আহম্মদ গাজীর ছেলে আফছার গাজী, জিয়াদ আলীর চেলে শাহাদাৎ হোসেন, ফলিরউদ্দিন গাজীর ছেলে হাকিম গাজী, আবু তালেবের ছেলে হাফিজুল ইসলাম, আতিয়ার গাজীর ছেলে শহীদুল গাজী, এজাহার মিস্ত্রীর ছেলে কেরামত মিস্ত্রী, আব্দুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, ডুমুরিয়া গ্রামের দাউদ আলমের ছেলে মাকসুদুল আলম, ৯নং সোরা গ্রামের দাউদ গাজীর ছেলে ইদ্রিস আলী, চাঁদনীমুখা গ্রামের নুরু সরদারের ছেলে কামরুল ইসলাম ও পারশেমারি গ্রামের মহিউদ্দিন সরদারের ছেলে ইউনুছ আলী।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, কয়েকজন ব্যক্তি বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে অভয়ারণ্য হলদেবুনিয়া গাড়ল নদীর বাওন এলাকায় মধু আহরণের জন্য ঘোরাফেরা করছিল। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করার একপর্যায়ে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ডিঙি নৌকা ও তিন কেজি মধু জব্দ করা হয়।

তবে মৌয়াল বা মাঝিদের আনীত ৪৫ হাজার টাকা ও ১২৭ কেজি মধু নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

এদিকে আটক নৌকার মাঝি আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম জানান, তারাসহ হযরত শেখ ও আব্দুস সামাদ তিনটি নৌকায় চারজন মাঝি ১ এপ্রিল বুড়িগোয়ালিনি ফরেস্ট অফিস থেকে ২১জন মৌয়াল অনুমতি (পাস) নিয়ে পরদিন সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ও ডুমুরিয়া এলাকা থেকে বেরিয়ে রাত আনুমানিক ১২টার দিকে সুন্দরবনের কাছিকাটার ডান পাশে ছাড়ক নদী এলাকায় পৌঁছান। সেখানে তাদের নৌকা গ্রাফিন দিয়ে না আটকিয়ে বড় বাঁশ দিয়ে মাটিতে পুঁতে তিনটি নৌকা একসাথে বেঁধে রাখেন। পরে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন। পরপর দুই দিন তারা মধু সংগ্রহ করেন। ৫ এপ্রিল জোয়ারের টানে বাঁশের খুটি উঠে নৌকা তিনটি সুন্দরবনের ভারতের অংশে উত্তর চোরা ও দক্ষিণ চোরার চরে লেগে গেছে মর্মে পরদিন সকালে তারা জানতে পারেন। বেগতিক বুঝে ৬ এপ্রিল তারা কলা গাছের ভেলা সংগ্রহ করে ২৫জন কোন প্রকারে হলদেবুনিয়া অভয়ারণ্য কেন্দ্রে পৌঁছান। সেখানকার কর্মকর্তাকে বিস্তারিত জানানো হয়।

এ এরপরও তাদের সংগৃহীত ১৩০ কেজি মধু তিন কেজি দেখিয়ে ও ৪৫ হাজার টাকা ফেরত না দিয়ে তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More