তিন বছর পর দেশের মাটিতে আরেকটি টেস্ট জিতল বাংলাদেশ। দ্বিতীয় দিনই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল এই টেস্ট, আয়ারল্যান্ড ছিল ইনিংস পরাজয়ের শঙ্কায়। গতকাল লরকান টাকারদের ব্যাটিংয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়ে সেই আয়ারল্যান্ডই একটু হলেও চাপে ফেলে স্বাগতিকদের।
শেষ পর্যন্ত অবশ্য ১৩৮ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি তারা, মুশফিকুর রহিমরা সেটি চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে তাড়া করে ফেলেছেন ৭ উইকেট বাকি রেখেই। রানতাড়ায় নেতৃত্ব দেন মুশফিক, প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার তিনি অপরাজিত থাকেন ৫১ রানে।
শুক্রুবার (৭ এপ্রিল) মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১৭৭ রান করে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম এবং সাকিব আলা হাসানের ব্যাটে ৩৬৯ রান করে বাংলাদেশ। ১৫১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। এই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়লেও লোরকান টাকার এবং অ্যান্ডি ম্যাকব্রাইনের ব্যাটে শেষমেশ ২৯২ রানের পুঁজি পায় আইরিশরা। শেষ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের। মুশফিকুর রহিমের অনবদ্য ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই তা পেরিয়ে যায় বাংলাদেশ।
এফএম/দীপ্ত সংবাদ