প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের কনিষ্ঠ কন্যা সূচিতা জামান (৫৩) মারা গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূচিতা জামান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের কনিষ্ঠ কন্যা হওয়ার সাথে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র প্রয়াত তাসনিম সুমন হায়দার চৌধুরীর স্ত্রী।
তিনি বিরল থাইমিক ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ব্যাংককের সমিতিভেজ হাসপাতাল থেকে তাঁকে দেশে আনা হয়েছিল।
সূচিতা জামানের জানাজা আজ বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দাফন করা হবে বনানী কবরস্থানে তাঁর শাশুড়ি তাহমিনা মনোয়ারা চৌধুরী এবং স্বামী তাসনিম সুমন হায়দার চৌধুরীর পাশে। তাঁর এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ