গাইবান্ধা শহরের মার্কেটগুলো অগ্নিকান্ড প্রতিরোধে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জনসচেতনা মূলকপ্রচার–প্রচারনা চালানো হয় গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ সিদ্দিকি’র নেতৃতে।
শহরের স্টেশন রোডের সালিমার সুপার মার্কেট, ইসলাম প্লাজা, পাল ম্যানশন, আব্বাছ উদ্দিন টাওয়ার, খান মার্কেট ও রেজিয়া ম্যানশন, সার্কুলার রোডের এলিসা সুপার মার্কেট, পি কে বিশ্বাস রোডের চৌধুরী শপিং কমপ্লেক্স এবং পুরাতন বাজারের হাজী ম্যানশন। ঝুঁকিপূর্ণের তালিকায় থাকা সদর উপজেলার মার্কেটগুলো হচ্ছে–শহরের পার্ক ভিউ সুপার মার্কেট, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, তালুকদার মার্কেট, গফুর মার্কেট, চুড়িপট্টি মার্কেট, তরফদার মার্কেট, শাপলা সুপার মার্কেট, খান সুপার মার্কেট ও নিউ মার্কেট।
এসময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া, ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালন আব্দুস ছালাম, গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ইন্সেপেক্টর মশিউর রহমান।
অগ্নিকান্ডের বিষয়ে মার্কেট মালিক ও ব্যবসায়ীদের বঙ্গ মার্কেটের উদারণ দিয়ে গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ সিদ্দিকি বলেন, ঐতিহ্যবাহী বঙ্গ মার্কেটে ভয়াবহ আগুন লেগে হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন মার্কেটে অগ্নিকান্ডের প্রতিরোধে জনসেচতনা মূলকপ্রচার–প্রচারনা চালানো হয়।
যূথী/দীপ্ত সংবাদ