সিজিপিএ ও জিপিএ মানদন্ড তুলে দিয়ে মাষ্টার ডিগ্রী প্রোগ্রামে ভর্তি হয়ে স্নাতকোত্তর করার সুযোগ প্রদানের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তারা এ বিক্ষোভ করে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে ৩ সাংবাদিক আহত হয়।
গত ৩ এপ্রিল পবিপ্রবির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তর অনুমোদনক্রমে পবিপ্রবির পোস্টগ্রজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিজিপিএ ও জিপিএ মানদন্ড তুলে দিয়ে মাষ্টার ডিগ্রী প্রোগ্রামে ভর্তি হয়ে স্নাতকোত্তর করার সুযোগ প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরবর্তীতে বুধবার আরেকটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করে পবিপ্রবি প্রশাসন। এর পরেই ফুঁসে ওঠে ছাত্র–ছাত্রীরা।
আফ/দীপ্ত সংবাদ