চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ২২ টি স্বর্ণের বার সহ সাঈদ খান (৪২) নামের এক পাচারকারীকে আটক করেছে ব্যাটালিয়ন (৫৮বিজিবি)। বুধবার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।আটক সাঈদ খান দামুড়হুদা
উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) জানায়, ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, পাচারকারী মোটরসাইকেলে উথলী এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনার দিকে যাওয়ার সময় এ্যাম্বুশ দল পিছু ধাওয়া করে দর্শনা রেল ক্রসিংয়ের পাশে ৪.৪১৬ কেজি ওজনের ২২টি স্বর্ণের বার এবং ১টি মোটর সাইকেলসহ সাঈদ খানকে আটক করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি‘র) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৭৪লাখ ৮৯হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় সাঈদ খানকে গ্রেফতার করা হয়। আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এমি/দীপ্ত