টাঙ্গাইলের বাসাইলে ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় টাঙ্গাইল র্যাব-১৪ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একটি বসত বাড়িতে থাকা বালির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম (৪০), একই এলাকার আব্দুর লতিফের ছেলে মনোয়ার হোসেন (৪৮) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার শিমলা পল্লী এলাকার মৃত জবান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৫)।
র্যাব জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল র্যাব-১৪ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম হিরোইনসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার স্বামী-স্ত্রী রুবি বেগম ও মনোয়ার হোসেন রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে সংরক্ষণ করে। জামালপুরের আব্দুল আজিক উক্ত মাদকদ্রব্য ক্রয়ের সময় র্যাব তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এমি/দীপ্ত