রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর অঞ্চলের উপ–কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। মঙ্গলবার (৪ এপ্রিল) কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়।
দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ–কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।
দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান জানান, ডাক্তার ফাতেমা সিদ্দীকার ৫–৬ বছরের পুরনো ফাইল বের কোরে, ২৬ কোটি টাকার সম্পদ গোপন করার অভিযোগ তোলা হয়। এরপর রাজশাহী কর বিভাগের সার্কেল ১৩ অঞ্চলের উপ–কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া বিপুল অংকের কর ধার্য করার করার হুমকি দেন।
রাজশাহী কর অঞ্চলের উপ কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, “ডাক্তার ফাতেমা সিদ্দিকা ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন– এমন একটি অভিযোগ নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি দশ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন।”
দুদক তাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।
অনু/দীপ্ত সংবাদ