গ্যাসের সিলিন্ডার সাধারণ বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয়, আবার গাড়িতেও থাকে। বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা অধিক হারে বেড়ে গিয়েছে। এটা খুবই ভয়ঙ্কর। গ্যাস সিলিন্ডারকে এক অর্থে ‘বোমা’ বললে তেমন একটা ভুল হবে না। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
চলুন দেখে নেওয়া যাক, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা যা করা উচিত–
১. রান্না করার পর চুলা এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ করে রাখুন।
২. চুলার পাশে কোনোভাবেই সিলিন্ডার রাখবেন না। ফলে যেকোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
৩. ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পেলে যত দ্রুত সম্ভব দরজা–জানালা খুলে দিতে হবে এবং সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন।
৪. অবশ্যই চুলা থেকে দূরে, আর বাতাস চলাচল করে এমন জায়গায় এলপিজি সিলিন্ডার রাখতে হবে।
৫. রান্না শুরুর অন্তত আধা ঘণ্টা আগে রান্না ঘরের দরজা–জানালা খুলে রাখুন।
৬. রান্না ঘরে গ্যাসের গন্ধ পেলে কোনোভাবেই দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর চেষ্টা করবেন না, মোবাইল ফোন এবং ইলেকট্রিক সুইচ অন বা অফ করবেন না।
৭. রান্না ঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।
৮. গ্যাসের চুলা এলপিজি সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। অন্তত পক্ষে ৬ ইঞ্চি উপরে রাখবেন।
যূথী/দীপ্ত সংবাদ