টেস্টের প্রথম দিনে টস হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুই ওপেনার সাজঘরে ফিরেছেন ১০ ওভারের মধ্যে। পেসার শরিফুল ইসলামের পর উইকেট তুলে নিয়েছেন ইবাদত হোসেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু করেছে বাংলাদেশ। পেসারদের নৈপুণ্যে মাত্র ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
টস জিতে ব্যাটিং বেছে নেন অ্যান্ডি ব্যালবার্নি। অধিনায়ককে হতাশ করেন মারে কমিন্স। ইনিংসের পঞ্চম ওভারে শরিফুলের বলে হন এলবিডব্লিউ। ৫ রান করে ফেরেন এ ব্যাটার। আয়ারল্যান্ডের সংগ্রহ তখন ১১ রান।
তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস অ্যাটাকে আছেন– খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। স্পিনার হিসেবে আছে– সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম
এদিকে এই ম্যাচে আয়ারল্যান্ড দলে ৬ জনের অভিষেক হয়েছে। যাদের মধ্যে একজনের প্রথম শ্রেণীর ম্যাচ খেলারই অভিজ্ঞতা নেই। আয়ারল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে; মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, হোয়াইট, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের।
আফ/দীপ্ত সংবাদ