ফেনীতে দুই দিনব্যাপী অনলাইন নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ০৩ এপ্রিল) দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ফেনিয়ান বিজনেস ওমেন্স এর উদ্যোগে আয়োজিত মেলাটি আগামীকাল রাতে শেষ হওয়ার কথা রয়েছে।
মেলার ২৫টি স্টল ঘুরে দেখা যায়, স্টলগুলোতে থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলাটি চলবে। দর্শনার্থীরা ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে মেলা পরিদর্শন করার সুযোগ পাবেন।
গ্রুপের এডমিন মেম্বার ও মেলার আয়োজক হোসনে আরা স্মৃতি বলেন, ফেনীতে অনেক নারী অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে উদ্যোক্তা হয়েছেন। নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে আরো অনেক নারী এ প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করে চলেছেন। কিন্তু তাদের সাথে আমাদের সরাসরি দেখা হয় না। এ মেলার মাধ্যমে সবার সাথে সবার দেখা হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যগুলো সরাসরি প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হবে।
এমি/দীপ্ত