‘করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, ‘মাছ আমাদের জাতীয় সম্পদ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে মৎস্য খাত থেকে রাজস্ব আয় করতে হবে। ডাক্তাররা দেশিয় শিং-মাগুর মাছ খাওয়ার পরামর্শ দেন। সরকার মৎস্য সম্পদ বৃদ্ধি করে জনগনের পুষ্টি চাহিদা মেটাতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে। এ সম্পদ সংরক্ষণ, সুস্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।’
আলোচনা সভা শেষে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে সুগন্ধানদীতে বর্ণাঢ্য নৌ র্যালি প্রদক্ষিণ করা হয়।
এমি/দীপ্ত