পটুয়াখালীতে প্রতিনিয়ত মুখরোচরক ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। শহরের অলি–গলি থেকে শুরু করে নামি-দামি রেষ্টুরেন্টেও পাওয়া যাচ্ছে বাহারি ইফতার। রবিবার (২ এপ্রিল) বাজার পর্যবেক্ষণে এ দৃশ্যের দেখা মিলে।
প্রায় ১০ থেকে ১৫ পদের এ ইফতার কিনতে দুপুরের পর থেকেই ভীড় করেন ক্রেতারা।
তার মধ্যে ক্রেতাদের বিশেষ নজর কাড়ছে ছোলা, বেগুনী, আলুর চপ, জিলাপি। ইফতারে এসব মুখরোচরক খাবার অনেক ক্রেতারই পছন্দের তালিকায় থাকে।
তবে গত বছরের তুলনায় সকল ইফতারের দাম অনেকটা বেশি রাখা হচ্ছে বলে দাবি করেছেন ক্রেতারা।
নিত্যপন্যের দাম বাড়ায় আগের থেকে ইফতার সামগ্রীর দাম কিছুটা বাড়লেও স্বাদে এবং মানে অতুলনীয় বলে দাবি বিক্রেতাদের।
আফ/দীপ্ত সংবাদ