“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরো বান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। রবিবার (২ এপ্রিল) সকালে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। জেলা প্রশাসক শামীম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর–নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম।
আমাদের সকল সচেতন জনগোষ্ঠিকে অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। অটিজম বৈশিষ্টসম্পন্নদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলাসহ অন্যান্যরা ।
অনু/দীপ্ত