সাবেক ভারতীয় অলরাউন্ডার সেলিম দুরানি মারা গেছেন। রবিবার (২ এপ্রিল) সকালে গুজরাটের জামনগরের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত জানুয়ারিতে ঊরুর হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিল।
দুরানির জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। তিনি ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তবে বেড়ে উঠেছিলেন মূলত গুজরাটে। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ১৯৬০ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ১৯৭৩ পর্যন্ত খেলেন তিনি।
ষাটের দশকে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটারে পরিণত হয়েছিলেন তিনি। সমর্থকদের দাবি মেনে নাকি ৬–৭ বার ছক্কা হাঁকিয়েছিলেন এ ক্রিকেটার। ভারতের হয়ে ২৯ টেস্ট খেলে ১ হাজার ১০২ রান করেছেন দুরানি। পাশাপাশি বল হাতে নেন ৭৫ উইকেট। ১৯৬০–৬১ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার। কলকাতা টেস্টে ৮ ও চেন্নাই টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। তার দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২–০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।
ভারতীয় ক্রিকেটে দুরানির অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ঘরোয়া ক্রিকেটে তিনি সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের হয়ে খেলেছিলেন।