যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জন এবং প্রায় ২৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে রাজ্যগুলোতে।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেছেন।
রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতরে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির।
শনিবার (১ এপ্রিল) টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে।
টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এর বাইরে ইলিনয়ের বোনি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে ৪ জন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছে ৩ জন মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছে ১, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে ১ এবং টেনেসির টিপটন কাউন্টিতে নিহত হয়েছে আরও ১ জন। আরকানসাসের উত্তর–পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহরে ৪জন লোক মারা গেছেন।
ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।
অনু/দীপ্ত সংবাদ