নোয়াখালীতে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করায় এবং ইফতার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় আজমিরি হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১ এপ্রিল) দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ডিবি রোডের আজমিরি হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।
সহকারী পরিচালক বলেন, রমজানের শুরু থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জেলার চৌমুহনীতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও চিকেন চপ, চিকেন টিক্কা ও আলুর চপে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করায় আজমিরি হোটেল এন্ড রেস্টুরেন্টকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্কও করা হয়েছে।
অভিযানের সময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি দল উপস্থিত ছিলেন।
আফ/দীপ্ত সংবাদ