সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি নিয়ে শিক্ষকদের নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারী ইউটিউবার আলম হাসানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে ।
পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতি ও মানববন্ধন সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার জনৈক ইউটিউবার আলম হাসান প্রাথমিক শিক্ষকদের নিয়ে কয়েক দিন আগে তার নিজ ফেসবুকে অশ্লীল ভাষা ব্যবহার করে একটি লাইভ করে। এতে শিক্ষক ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরে এবিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নজরে আসলে কালিয়াকৈর থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু সে অভিযোগ অনুযায়ি এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা না পাওয়ায় মানববন্ধনকারীরা ক্ষুব্ধ প্রকাশ করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম,সহ-সভাপতি মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, মনজুর রহমান, ইমদাদ হোসেন, আনোয়ার হোসেন, হুমাইরা আক্তার, খোকন চন্দ্র মৌলিক, হাসেম আলী, আনন্দ চন্দ্র সরকার, আব্দুল বারেকসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
আল/দীপ্ত