সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

জামালপুরে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামালপুর জেনারেল হাসপাতালে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা চালু ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) বিকেলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আয়োজনে সহকারি পরিচালকের সম্মেলন কক্ষে জামালপুর জেনারেল হাসপাতাল ও সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার শুভ উদ্বোধন হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়, ২৫০শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ এস এন ইকবাল হোসাইন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা,মোশায়েরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ডা, সাজদাই জান্নাত তনু সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৈকালিক স্বাস্থ্যসেবা চালুর মাধ্যমে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করবে। এসময় রোগীদের আন্তরিকতার সঙ্গে প্রকৃত সেবা প্রদানে নিজেকে নিয়োজিত রাখার জন্য সকল চিকিৎসককে অনুরোধ জানানো হয়।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক মো মাহফুজুল রহমান সোহান বলেন, জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ সব ধরনের চিকিৎসক প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত রোগী দেখা হবে। রোগী দেখার ফি নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা হতে চারশত টাকার মধ্যে, এসময় সবধরণের প্যাথোলজি পরীক্ষার সেবাও চালু থাকবে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More