গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং–২ কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াশ– হোসেন (২০), একই এলাকার বেলাল সওদাগরের ছেলে পাভেল হোসেন (২৩) এবং জামালপুরের বকশীগঞ্জ থানার বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩৫)।
কারখানার এজিএম এইচ আর এডমিন আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নিহত শ্রমিকরা ডেইলী লেবারে সাব–কন্ট্রাকে বিল্ডিং কন্সট্রাকশনের কাজ করতেন।
তিনি আরো জানান, সকাল সাড়ে আটটার দিকে কারখানার কাজ করার সময় একটি ২৫ মিলি রট উপরে উঠানোর সময় ১১ হাজার বোল্ড বিদ্যুতের তারের সাথে সংস্পর্শ লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মী ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
আফ/দীপ্ত সংবাদ