রাজশাহী মহানগরীর দোকানে মূল্য তালিকা না থাকা এবং পণ্যের গায়ে মূল্য না লেখায় কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। বুধবার (২৯ মার্চ) দুপুরে মহানগরীর সাহেব বাজার এলাকায় কয়েকটি দোকানে রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুপুর পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার অভিযোগে মোট ১৭ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, রমজান মাসে সারা দেশের মতো রাজশাহীতেও বাজার মনিটরিং চলছে। মহানগরীর সাহেব বাজার, আরডি মার্কেট, বায়া বাজার, শালবাগান বাজার আজ অভিযান চালানো করা হয়েছে।
কোনো ব্যবসায়ী বেশি দাম রাখলে সরকারি নির্দেশনা মতো তাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমি/দীপ্ত