চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে অনেকটা সময় খেলা বন্ধ থাকার পর শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে ১৭ ওভারের খেলা শুরু করা হয়। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২০২ রান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে আইরিশ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে লিটন দাস। সব মিলিয়ে ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২০২ রান। সিরিজে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডের দরকার ২০৩ রান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান লিটন দাস ও রনি তালুকদার। বিশেষ করে লিটন ছিলেন বেশ মারমুখি। ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ডই গড়ে ফেলেন তিনি। ভাঙেন ১৬ বছর আগের আশরাফুলের ২০ বলের রেকর্ড ।সেঞ্চুরির আভাস দিয়েও পারেননি লিটন। ৪১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ ওপেনার।
শেষের দিকে ঝড় তোলেন সাকিব ও হৃদয়ও। ১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রান করেন হৃদয়। ২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান।
শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ২০২ রান।
আল/দীপ্ত