ঈদের দাওয়াতে চুলকে থাকতে হবে সুন্দর। এ জন্য যত্ন নেয়া শুরু করুন এখন থেকেই। পানিশূন্যতায় চুল হয় নিষ্প্রাণ। রোজায় সার্বিক সুস্থতার জন্য তাই পানি খেতে হবে ঠিকঠাক। চুলের জন্য আরও চাই সাপ্তাহিক যত্ন। পানি, তরল খাবার এবং নানা ধরনের ফলমূল চুলের জন্য ভীষণ প্রয়োজনীয়। আসুন জেনে নেই কিভাবে নিতে হবে চুলের যত্ন।
উষ্ণ তেল মালিশ
সপ্তাহে ১–২ দিন উষ্ণ তেল মালিশ করুন। তেল মালিশ করে সারা রাত রেখে দেবেন না, ৩০ মিনিট পরই শ্যাম্পু করে ফেলুন। চুল রুক্ষ প্রকৃতির হলে সপ্তাহে ৩–৪ দিনও তেল মালিশ করার প্রয়োজন হতে পারে।
প্রাকৃতিক কন্ডিশনার
সাদা ভিনেগার আর পানির মিশ্রণ কিন্তু ভালো কন্ডিশনার। তবে খেয়াল রাখবেন, চুলে রং করানো থাকলে এই কন্ডিশনার দেয়া যাবে না। অতিরিক্ত তৈলাক্ত প্রকৃতির চুলের জন্য সমপরিমাণ পানি আর লেবুর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন কন্ডিশনার হিসেবে।
চুলের প্যাক
আধা কাপ টক দই আর ১টি ডিম ফেটিয়ে প্যাক তৈরি করুন। তৈলাক্ত এবং স্বাভাবিক চুলের জন্য এই প্যাক দারুণ কাজ করবে। শুষ্ক চুলের জন্য এই উপকরণ ২টির সঙ্গে যোগ করে নিতে হবে ১ চা–চামচ জলপাই তেল বা নারকেল তেল। চুলের ধরন যেমনই হোক, ২টি ডিম আর ১টি কলা ব্লেন্ড করে নিতে পারেন। প্যাক লাগানোর আধা ঘণ্টা পর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল পেছন থেকে সামনের দিকে আঁচড়ে নিয়ে শ্যাম্পু করুন।
সপ্তাহে ২–৩ দিন চুলে শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুল পরিষ্কার রাখা মাস্ট।
এফএম/দীপ্ত সংবাদ