গাজীপুরের শ্রীপুরে সাহারিশ কম্পোজিট তাওয়াল কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও মেশিন। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মঙ্গলবার সাড়ে ১২টায় ওই কারখানার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে কিছুক্ষণের মধ্যে আশ-পাশের তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানা কতৃপক্ষ আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় গাজীপুর ও কাপাসিয়া থেকে আরো ৪ টি ইউনিট যোগ দেয়।
পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের যৌথ প্রচেষ্টায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমি/দীপ্ত