চাঁদপুরের হাজীগঞ্জে ৫ মিনিটের ঝড়ে মো. শফিউল্যাহ্ (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে এবং ২০টি বসতঘর তছনছসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৭ মার্চ) বিকালে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
মো. শফিউল্যাহ্ হাজীগঞ্জের টোরাগড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে পৌর এলাকার রান্ধুনীমুড়া, আড়াখাল ও বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে হঠাৎ ঝড়ে ২০টি বসতঘর ও তিনটি মসজিদ লন্ডভন্ড হয়। এসময় শতাধিক গাছপালা সড়কে ও বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ জানান, মাত্র ৫ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে প্রায় ২০টি বসতঘর তছনছ হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেয়া হয়েছে। এখন আর কোন ধরণের প্রতিবন্ধকতা নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ নিহতের প্রসঙ্গে বলেন, তিনি নদীতে কচুরীপানা কাটছিলেন। ঝড়ের কারণে তার নৌকাটি উল্টে যায়। পরে আত্মীয়–স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে সড়কে উপড়ে পড়া গাছ ও ডালপালা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ